ব্লগ আর্কাইভস

ইসলামিক জ্ঞানার্জন পদ্ধতিঃ বই পড়া -১

ইদানিং বেশ আশাব্যঞ্জক হারে ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহী একটি প্রজন্ম তৈরী হচ্ছে। এই প্রজন্মটি ইন্টারনেটের কল্যাণে একটু আধটু করে বিভিন্ন ইসলামিক বিষয়ে জানার চেষ্টা করছে। ভালো দিক হল এই যে তাদেরকে হিং টিং ছট গালগল্প দিয়ে ভোলানো যায় না। তারা এটুকু বোঝে যে ইসলাম একটি জ্ঞানভিত্তিক ও পদ্ধতি-নির্ভর জীবন ব্যবস্থা যাকে খেয়ালখুশিমত ব্যাখ্যা করা যায় না, বরং এর ব্যাখ্যা পদ্ধতি স্বনির্ণীত ও অন্তর্গত।

তবে একটি নেতিবাচক দিক যেটি ইদানিং খুব অনুভূত হচ্ছে (অন্তত এই লেখকের কাছে) তা হলো যে ইসলামিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেকের মাঝেই ফ্রিস্টাইল পড়াশোনার একটি প্রবণতা পাওয়া যায়। তারাহুড়ো করার ফলে এবং একটি সুসংহত পদ্ধতি অবলম্বন না করার ফলে এধরণের জ্ঞান অর্জন অনেক সময় অপরিমিত ও অকালপক্ক হয়ে থাকে। ফলাফল অনেক সময় বাজে দিকে মোড় নেয়। জ্ঞানের চৌরাস্তায় এরকম লাগামহীন যত্রতত্র ছোটাছুটি শুধু যে ছাত্রের নিজের জন্য অকল্যাণ বয়ে আনে তাই নয়, বরং আরো অনেকের জন্যই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। Read the rest of this entry