ব্লগ আর্কাইভস

এভাবে কখনো ভেবেছেন কি?

“আমি নামায পড়ি না বা রোযা রাখি না ঠিকই, কিন্তু আমার মন পরিষ্কার। আমি জেনে-শুনে কারও ক্ষতি করি না, সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। ভালো কাজ করা এবং সৎভাবে জীবনযাপন করাটাই হল জীবনের আসল উদ্যেশ্য। তাছাড়া তুমি যদি দেখ, যারা নিয়মিত নামায পড়ে তারা সবাই কি সৎ হতে পেরেছে? তারা কি ঘুষ খায় না? তারা কি অন্যায় করে না? আসলে ধর্ম-কর্ম করাটা আসল কথা না। তুমি যদি তোমার মনকে পরিষ্কার করতে পার, তবে সেটাই হল আসল সফলতা।” বলছিলেন আমার খুব কাছের এবং প্রিয় একজন মানুষ।

এর আগেও আমি অনেকবার অনেকের কাছে এরকম কথা শুনেছি। আপনিও হয়ত শুনেছেন। কথাগুলো আমাকে নাড়া দেয়, আপনাকে দেয় কি? আপনি আস্তিক বা নাস্তিক, ধার্মিক বা অধার্মিক, যাই হন না কেন, কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কি, যে জীবনের আসল উদ্যেশ্য কী? অথবা আমাদের এই জীবনের উদ্যেশ্য বলে আদৌ কি কিছু আছে?

০০০০০

মানুষ কৌতুহলী প্রাণী। শৈশবকাল থেকেই সে খুজে ফেরে অনেক প্রশ্নের উত্তর। কোন প্রশ্নের উত্তর সে পায়, কোনটির পায় না। সে জানতে চায় তার পৃথিবীতে আসার রহস্য। প্রাচীনকাল থেকে মানুষ খুজে ফিরছে তার নিজের সৃষ্টিরহস্য। যুগে যুগে দার্শনিক এবং বিজ্ঞানীরা চেষ্টা করেছেন মানুষের সৃষ্টিরহস্য উন্মোচন করতে।

আমি কোন দার্শনিক বা বিজ্ঞানী নই। তাই তাদের মতো সূক্ষভাবে চিন্তা করতে আমি অপারগ। তবে আমারও আছে একটি অনুসন্ধিৎসু মন। আমিও জানতে চাই আমার সৃষ্টির রহস্য।   Read the rest of this entry