Category Archives: Zakat & Charity

এক নজরে যাকাত আল-ফিতর

যাকাত আল-ফিতর হল এক রকম দান। ফিতর শব্দটির অর্থ আর ইফতারের অর্থ একই, এবং এটা একই মূল, ফুতর থেকে এসেছে যার মানে হল ‘রোজা ভাঙ্গা।’ যাকাত আল-ফিতর মুসলমান সমাজের মধ্যে ভালোবাসার একটা শক্তিশালী বন্ধন তৈরী করতে সাহায্য করে। ধনীরা বছরে একটি দিন হলেও সরাসরি গরীবদের দান করে থাকে এবং সামর্থ্যবানেদের মধ্যে আরও উদার হওয়ার শিক্ষা দিয়ে থাকে।

(ফটো কপিরাইট)

যাকাত আল-ফিতরে রোজাদারের উপকার

ইবনে আব্বাস বলেন, রাসূল (সাঃ) যাকাত আল-ফিতর আবশ্যিক (ওয়াজিব) করেছেন যেন এটা রোজাদারের বেহুদা কথা, নোংরা ভাষা থেকে পবিত্র করে, এবং গরিবদের খাওয়ানো যায়। যে (ঈদের) নামাজের আগে এটা দান করে দেয়, এটা গ্রহন হয়ে যায়, আর যে নামাজের পর দান করে, এটা কেবল একটি সাদাকাহ (দান)। [আবু দাউদঃ ১৩৭১] Read the rest of this entry